crafygadget story

অনেকদিন ধরেই ভাবছিলাম — একটা নিজের দোকান খুলব।
বিশেষ করে গ্যাজেটের দোকান।
মোবাইল এক্সেসরিজ, স্মার্ট ডিভাইস, টেকি ছোট ছোট জিনিসপত্র — এগুলোর প্রতি একটা আলাদা টান আমার।

কিন্তু...
ভাবনাটা কেবল মাথাতেই ছিল।
সময় পাচ্ছিলাম না, সাহস হচ্ছিল না, "সঠিক সময়" আসার অপেক্ষায় ছিলাম।

তারপর একদিন,
একদম হুট করে — আর দেরি না করে,
একটা ছোট্ট দোকান নিয়ে ফেললাম!

না, সব কিছু পারফেক্ট ছিল না।
না, আমি খুব বড় কোনো ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে শুরু করিনি।
শুধু একটা বিশ্বাস ছিল —
"আমি পারব। আমি শুরু করব, বাকি পথটা তৈরি হবে নিজের মতো করে।"

 

আমিও শিখছি প্রতিদিন — প্রোডাক্ট, কাস্টমার, সার্ভিস, মার্কেটিং — সব।

এই যাত্রাটা হঠাৎ শুরু হলেও,
এটা এখন আমার স্বপ্নের গল্প

যদি আপনিও কিছু শুরু করতে চান,
আর দিন গুনছেন "একদিন করব" বলে...
তাহলে আজই শুরু করে দিন।
হয়তো আপনার "একদিন" মানেই আজ।

Your trusted source for smart tech and innovative accessories in Bangladesh. Explore our handpicked collection to upgrade your lifestyle and stay ahead in the digital age
business contact
dewan bari , dewan city uttara dhaka - 1230